1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গ্রেপ্তারকৃতরা মুচলেকায় মুক্ত মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে গিয়াসউদ্দিনের আবেদন ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা বিষ্ফোরন, আটক-৮ দেশে খুনের ঘটনা আগের তুলনায় কমেছে: নাসিমুল গনি নির্বাচনে পুলিশের ভূমিকার ওপর বাহিনীর ভাবমূর্তি নির্ভর করবে: এসপি জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছকে বিজয়ী করতে হবে-রিয়াদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ১৭’শ পিচ ইয়াবাসহ আমানউল্লাহ গ্রেপ্তার “শহীদদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব” নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এমপি প্রার্থী গোলাম মসীহকে জরিমানা

নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে: আজাদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আড়াইহাজারে সমাজকল্যাণ সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জের সন্তান’র উদ্যোগে ‘নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, বাঁচাও নারায়ণগঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় আড়াইহাজার উপজেলা পরিষদের সভাকক্ষে এ সেমিনার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মোঃ মোক্তার হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। প্রধান আলোচক হিসেবে অংশ নেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুর রহমান।

সেমিনারে উন্মুক্ত আলোচনায় বক্তারা নারায়ণগঞ্জের নদী, খাল ও পরিবেশ রক্ষায় তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

স্বাগত বক্তব্যে সংগঠনের সভাপতি মোক্তার হোসাইন বলেন, “নরসিংদী ও মাধবদীর ডাইং শিল্পগুলোর কেমিক্যাল-সমৃদ্ধ বর্জ্য পানি আড়াইহাজারসহ নারায়ণগঞ্জের অধিকাংশ নদীকে দূষিত করছে। পাশাপাশি শতাধিক সাইজিং মিল ও ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা নদী ও পরিবেশ দূষণ করছে, তাদের আইনের আওতায় আনা জরুরি।”

প্রধান অতিথি নজরুল ইসলাম আজাদ বলেন, “আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।”

প্রধান আলোচক উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান বলেন, “পরিবেশ রক্ষায় প্রশাসন বদ্ধপরিকর। আইন অনুযায়ী পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফাহাদুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা জলি, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুকসহ শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট