1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

সদরে চলছে ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন, চরম ভোগান্তি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে সরকারি ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন কার্যক্রম চলছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকেই বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী সুবিধাভোগীরা দূর-দূরান্ত থেকে এসে কার্যালয়ের সামনে দীর্ঘ সারি তৈরি করেন। কেউ হেঁটে, কেউ রিকশায়, আবার কেউ প্রতিবেশীর সহায়তায় উপস্থিত হন ভেরিফিকেশন সম্পন্ন করতে।

ভেরিফিকেশন নিতে আসা সুবিধাভোগীরা জানান, ভাতা বন্ধ হয়ে গেলে জীবনে কষ্ট বাড়ে, তাই কষ্ট করে হলেও যাচাই প্রক্রিয়ায় অংশ নিতে তারা বাধ্য হয়েছেন। কেউ কেউ বলেন, লাইনে দাঁড়িয়ে একটু ভোগান্তি হলেও সরকারি ভাতা অব্যাহত রাখার স্বার্থে এটি জরুরি।

সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী কর্মকর্তা মো. নূরউদ্দিন মাহমুদ বলেন, “সরকারি ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন প্রতিবছরের নিয়মিত কার্যক্রম। পুরো উপজেলায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী মিলিয়ে প্রায় ৩০ হাজার ভাতাভোগী রয়েছেন। সঠিক ব্যক্তি যাতে ভাতা পান, এটি নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য। যারা মারা গেছেন অথবা নিরুদ্দেশ, তাদের বাদ দেওয়া হয়। পরে নতুন আবেদন গ্রহণ করা হয়।”

তিনি আরও জানান, জনবল সংকট থাকা সত্ত্বেও কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার চেষ্টা করা হচ্ছে। তোলারাম কলেজ, সরকারি মহিলা কলেজ এবং হরগঙ্গা কলেজের মোট ৩০ জন শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করছে।

গত রোববার (৩০ ডিসেম্বর) থেকে শুরু হয় এই কার্যক্রম। কুতুবপুর ও ফতুল্লা ইউনিয়নের ভাতাভোগীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন করতে পারবেন। এরপর ১৫ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম পরিচালিত হবে।

এদিকে ভেরিফিকেশন কার্যক্রমে অংশ নিতে এসে অনেক ভাতাভোগী মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট পরিবর্তনের আবেদন করছেন। আগে বেশিরভাগই নগদ অ্যাকাউন্ট ব্যবহার করলেও এখন বিকাশে রূপান্তরের প্রবণতা বেশি দেখা যাচ্ছে। ফলে সমাজসেবা কার্যালয়ের সামনে বিকাশের প্রতিনিধিরা অস্থায়ী বুথ বসিয়ে সেবা দিচ্ছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট