1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

রূপগঞ্জের ম্যাক্স সোয়েটার্সের ভবনে ফাটলকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে আতঙ্ক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জের তারাবো এলাকায় ম্যাক্স সোয়েটার্স কারখানার একটি ভবনে সামান্য ফাটল দেখা দিলে শ্রমিকদের মধ্যে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি গুরুতর আকার নেওয়ার আগেই রূপগঞ্জ উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মধ্যে সৃষ্টি হওয়া বিভ্রান্তি নিয়ন্ত্রণে উদ্যোগ নেয়। রোববার (২৩ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম শ্রমিকদের নিয়ে জরুরি সভা করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি ঘটনাটির প্রকৃত অবস্থা তুলে ধরে বলেন, “অযথা আতঙ্ক নয়— সচেতনতা, ধৈর্য এবং তথ্যের সত্যতা যাচাই দুর্যোগে সবচেয়ে বড় সুরক্ষা। দৌড়ে পালাতে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকি থাকে, তাই সবাইকে শান্ত থাকতে হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য সামাজিক মাধ্যমে ছড়াবেন না। গুজব ছড়ানো আইনত দণ্ডনীয়।”
সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং টিম ভবনটি পরিদর্শন করে নিশ্চিত করেছে— ভবনের যে অংশে ফাটল দেখা গেছে তা কাঠামোগতভাবে ঝুঁকিপূর্ণ নয় এবং ভবনের সার্বিক অবস্থা স্বাভাবিক রয়েছে।
শ্রমিকদের স্বাভাবিক কর্মস্থলে ফিরে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে। এদিকে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরসমূহ সার্বক্ষণিকভাবে পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রেখেছে।
প্রশাসন জানায়, গুজব দুর্যোগের চেয়েও ভয়াবহ; তাই আতঙ্ক নয়, সচেতনতা বাড়াতে হবে। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সকলকে একসঙ্গে থাকার আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির ও রূপগঞ্জ থানার ওসি তারিকুল ইসলামসহ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট