1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

ফেনসিডিলসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর থানার দায়েরকৃত মাদক মামলায় আ. জলিল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আ. জলিল শরীয়তপুরের গোসাইরহাট এলাকার মো. মহিউদ্দিন সরদারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এ তথ্য নিশ্চিত করে জানান, ২০২৪ সালের ৪ মার্চ নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিসের সামনে অবস্থানকালে আ. জলিলকে র‌্যাব-১১ গ্রেপ্তার করে। তল্লাশিতে তার কাছ থেকে ৩৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জলিল স্বীকার করেন যে, তিনি ফেনসিডিল কেনাবেচার সঙ্গে জড়িত। পরবর্তীতে তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় মামলা হয়। মামলার বিচার কার্যক্রম শেষে আদালত আজ এ রায় দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট