
যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১-দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির নেতৃবৃন্দ এ প্রচারণা চালায়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে মাদানী নগর পর্যন্ত এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। প্রচারণা শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এর নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ করেন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূইয়া, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশ নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। ফ্যাসিষ্ট শেখ হাসিনার সময়ে তার দোসরা নারায়ণগঞ্জকে সন্ত্রাসের নগরীতে পরিনত করেছিল। ঐসব গডফাদারদের বিচার দ্রুত করতে হবে।