1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার ঢালীপাড়ায় পলির দানা কারখানায় ভয়াবহ আগুন জুলাই অভ্যুত্থানে শহীদ মানিকের কবরে জিয়ারত করলেন না.গঞ্জ ছাত্র ফেডারেশন বিতর্কে জর্জরিত মান্নান : প্রার্থী বদলের দাবিতে সোচ্চার স্থানীয় বিএনপি সর্বত্র সমালোচনা: জোড়া খুনের চার্জশিটভুক্ত আসামির গলায় মাসুদের ফুল দিয়ে মালাবদল যাত্রাবাড়ী থানায় শামীম–সেলিম ওসমানসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা শামীম ওসমানের সাবেক বডিগার্ড জিতু এখন বেপরোয়া! সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: দালাল সামছুর খপ্পরে সাধারন মানুষ রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি: সেই গুই রাকিব গ্রেফতার ফতুল্লায় ৩ কোটি টাকার দুয়ারী নেট জব্দ

বিতর্কে জর্জরিত মান্নান : প্রার্থী বদলের দাবিতে সোচ্চার স্থানীয় বিএনপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে
Oplus_131072

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনের বেশ কয়েকজন স্থানীয় ও তৃণমূল নেতাকর্মী দলীয় প্রার্থী পরিবর্তনের আবেদন জানিয়েছেন।

দলীয় মহাসচিবের মাধ্যমে প্রেরিত ওই আবেদনে বর্তমান প্রাথমিক মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে “দলীয় স্বার্থে অযোগ্য” দাবি করে নতুন প্রার্থী মনোনয়নের অনুরোধ করা হয়েছে।

“মান্নানকে মনোনয়ন দেওয়ায় বিরূপ প্রতিক্রিয়া”—আবেদনকারীদের অভিযোগ

আবেদনে স্বাক্ষরকারী বিএনপি নেতারা অভিযোগ করেন, শিক্ষিত, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্বের প্রত্যাশা থাকা সত্ত্বেও “বদলি মান্নান” হিসেবে পরিচিত আজহারুল ইসলাম মান্নানকে প্রার্থী করায় সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। তারা দাবি করেন, মনোনয়ন ঘোষণার পর দলীয় অবস্থানে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং তৃণমূলে সমর্থন কমে গেছে।

জামায়াতের শক্তিশালী প্রার্থী ও প্রতিযোগিতামূলক পরিস্থিতির কথা উল্লেখ

আবেদনে উল্লেখ করা হয়, একই আসনে জামায়াতে ইসলামী ড. মোহাম্মদ ইকবাল হোসাইন ভূঁইয়াকে প্রার্থী করায় প্রতিদ্বন্দ্বিতা আরও শক্ত হয়েছে। আবেদনকারীরা বলেন, “জামায়াতের পক্ষ থেকে একজন শিক্ষিত, পরিচ্ছন্ন, সুনামধন্য ব্যক্তিকে মাঠে নামানোয় বিএনপির দুর্বল ও বিতর্কিত প্রার্থী দিয়ে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।”

চাঁদাবাজি, দখল, অনৈতিক লেনদেনের অভিযোগ তুলে ধরে প্রার্থী পরিবর্তনের দাবি

চিঠিতে আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে ৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে
চাঁদাবাজি, জায়গা–জমি দখল, নদীপথে চাঁদা আদায়, মামলা–মোকাবিলা প্রভাবিতকরণ, বালুর ব্যবসায় অনিয়মসহ নানা অভিযোগ তুলে ধরা হয়েছে। আবেদনকারীদের দাবি, এসব অভিযোগের কারণে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ এলাকায় বিএনপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়—“দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে অশালীন মন্তব্য, সাধারণ জনগণের সঙ্গে অসদ্ব্যবহার এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের হেয় করার কারণে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।”

মেঘনাঘাট টোলপ্লাজায় ‘জোরপূর্বক টোল লুট’—গুরুতর অভিযোগ আবেদনে

আবেদনে দাবি করা হয়, ৫ আগস্ট থেকে চার দিন মেঘনাঘাট সেতুর টোলপ্লাজা থেকে জোরপূর্বক টোল আদায়ের ঘটনার সঙ্গে মান্নানের নাম জড়িয়েছে—যা বিএনপির জন্য “চরম বিব্রতকর” পরিস্থিতি তৈরি করেছে।

এ ছাড়া সিদ্ধিরগঞ্জবাসীকে “সন্ত্রাসী” আখ্যা দিয়ে বক্তব্য দেওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছেন বলেও আবেদনকারীদের দাবিতে উল্লেখ রয়েছে।

“দলের স্বার্থে যোগ্য, শিক্ষিত ও গ্রহণযোগ্য প্রার্থী প্রয়োজন”—আবেদনকারীদের বক্তব্য

আবেদনকারীরা বলেন, সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে সচেতন ও রাজনৈতিকভাবে অভিজ্ঞ জনগোষ্ঠী বসবাস করে। তাই একজন শিক্ষিত, সক্ষম, পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাকে মনোনয়ন দিলে বিএনপি শক্ত অবস্থান নিতে পারবে।

তাদের দাবি—“বিতর্কিত ও তৃণমূলের অগ্রহণযোগ্য একজনকে প্রার্থী করলে নির্বাচনে ভরাডুবির ঝুঁকি বেড়ে যায়।”

কেন্দ্রীয় দফতরে চিঠি পৌঁছেছে—সিদ্ধান্ত অপেক্ষায় তৃণমূল

আবেদনটি বিএনপির কেন্দ্রীয় দফতরে পৌঁছেছে বলে স্থানীয় নেতারা নিশ্চিত করেছেন। এখন দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নারায়ণগঞ্জ–৩ আসনের তৃণমূল বিএনপি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট