1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

নারায়ণগঞ্জে নিষিদ্ধ আ. লীগের ১১ নেতাকর্মীসহ গ্রেপ্তার ২২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পৃথক এই অভিযানে তাদের আটক করা হয়।

রূপগঞ্জ থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত উপজেলার তারাব পৌরসভার বরপা ও পূর্বাচলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- মোস্তফা সারোয়ার নিশাত, রুহুল আমিন নেভী, জাহিদুল হাসান, মো. সাইফুল ইসলাম, মনি শিকদার, মো. রায়হান ও মো. রফিকুল।

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কার্যক্রম সফল করার উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী আন্দোলন ও অন্যান্য মামলায় জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, গ্রেপ্তারদের মধ্যে চারজন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী।

গ্রেপ্তারকৃতরা হলেন- নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. ভোলা (৫৪) মেম্বার, যুবলীগ কর্মী মো. মাইন উদ্দিন (২৪), স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ৮নং ওয়ার্ডের তথ্য ও গবেষণা সম্পাদক জিয়াউল হক জিয়া (৪৫), এবং যুবলীগ কর্মী মো. রবিন (৩৫)। বাকি ১১ জন মাদক ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম আরও বলেন, গ্রেপ্তারকৃত ১৫ জনকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট