
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহাদাত হোসেন সুমন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা এলাকার মৃত শাহাবুদ্দিন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৯ নভেম্বর) বিকেল ৫টায় মুক্তিযোদ্ধা জাফর উল্লাহ সাউদের বসত বাড়ির পাশে বালুর মাঠে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল।
বন্দর থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান বাদী হয়ে ধৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-১৪(১১)২৫) দায়ের করেছেন। সোমবার (১০ নভেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়।