1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০১:০১ অপরাহ্ন

আড়াইহাজারে বিদেশি পিস্তলসহ ইফতি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারসহ ফরহাদ হোসেন ইফতি (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা গ্রামের পূর্বপাড়ায় এ অভিযান চালানো হয়। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আড়াইহাজার থানার ওসির নেতৃত্বে পুলিশ সেখানে পৌঁছে সন্দেহজনক অবস্থায় ফরহাদকে আটক করে।

তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, মেইড ইন ইউএসএ লেখা একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়। ফরহাদ হোসেন ইফতির বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, বিদেশি পিস্তলসহ ইফতি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অপরাধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট