1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

সাংবাদিকদের উপর হামলাকারী পুলিশের চাকরিচ্যুৎ কন্সষ্টেবল শাহাদাৎ কারাগারে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে
Oplus_0

যুগের নারায়ণগঞ্জ:
সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর ও মোবাইল লুটের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তী ধার্য তারিখে তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

পুলিশ জানায়, ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় এক নারীর জমি দখলের উদ্দেশ্যে শাহাদাৎ ও তার অনুসারীরা তিন দিন ধরে ওই পরিবারকে অবরুদ্ধ করে রাখে। শাহাদাৎ হোসেন মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আতা-ই-রাব্বির বাবা।

এই শাহাদাত হোসেন ২০০২ সালে পুলিশের কনস্টেবল পথ থেকে চাকরি জুতো হয়ে সিদ্ধিরগঞ্জে বসতি গড়ে তোলেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। পুলিশ পরিচয় তিনি সিদ্ধিরগঞ্জে ভূমি দখল চাঁদাবাজি সদর নানা অপকর্ম করার অভিযোগ রয়েছে।

এর আগে বুধবার বিকেলে ওই ঘটনার খবর সংগ্রহে গেলে শাহাদাৎ ও তার সহযোগীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন জাগো নিউজের প্রতিনিধি মো. আকাশ, নিউজ নারায়ণগঞ্জের ক্যামেরাম্যান আবদুল্লাহ আল মামুন ও আয়াজ রেজা আরজু। হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে পালিয়ে যায়।

পরে স্থানীয় সাংবাদিকরা আহতদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাহাদাৎকে আটক করে।

বৃহস্পতিবার দুপুরে আহত সাংবাদিক আকাশ বাদী হয়ে শাহাদাৎ, শহীদ এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, “আদালত আসামি শাহাদাৎ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট