1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী রবিন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ সন্ত্রাসী রবিনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) রাতে রূপগঞ্জ উপজেলার চনপাড়া পূর্নবাসন এলাকার একটি বাসায় এ অভিযান চালানো হয়।

পূর্বাচল আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রবিনকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ি ও আশপাশের একটি ডোবা থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি দুই-নলা বন্দুকসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এছাড়া উল্লেখযোগ্য পরিমাণ হেরোইন, গাঁজা ও ইয়াবা ট্যাবলেটও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটক রবিনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় অন্তত ছয়টি মামলা রয়েছে।

তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তারা বলেন, দীর্ঘদিন ধরে রবিন এলাকায় অস্ত্র ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল, যার পেছনে প্রভাবশালী শেল্টারদাতাদের হাত রয়েছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী Bangladesh Army RAB 11, Narayanganj প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, শুধু রবিনকেই নয় তার মোবাইল ফোনের কললিস্ট ও যোগাযোগের সূত্র ধরে পুরো মাদক ও অস্ত্র সিন্ডিকেটকে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

তারা আরও বলেন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় এই চক্রের পেছনের শেল্টারদাতাদের খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান রূপগঞ্জসহ পুরো নারায়ণগঞ্জ জেলাজুড়ে অব্যাহত থাকবে, যাতে কোনো অপরাধী বা তাদের শেল্টারদাতা আইনের বাইরে থাকতে না পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট