1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদককে অব্যাহতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেনকে সংগঠনের নিয়মশৃঙ্খলা ভঙ্গ, সাধারণ মানুষকে হয়রানি ও ব্ল্যাকমেইলসহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ক্লাবের দপ্তর সম্পাদক রাকিব রেজা স্বাক্ষরিত এক অফিসিয়াল নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, “অভিযুক্ত মনির হোসেন সম্প্রতি এমন কিছু কর্মকাণ্ডে জড়িত হয়েছেন, যা সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের নীতি, শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থী। অভিযোগের ভিত্তিতে গঠিত প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে যে, তিনি সাধারণ মানুষকে হয়রানি ও ব্ল্যাকমেইলসহ অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন, যা সাংবাদিকতার নৈতিক মান ও সংগঠনের মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।”

এমতাবস্থায়, ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে তাকে সহ-সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সিদ্ধান্তটি নোটিশ জারির তারিখ থেকেই কার্যকর হবে বলে জানানো হয়।

নোটিশে আরও বলা হয়, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের কোনো সভা, কার্যক্রম বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না।”

দপ্তর সম্পাদক রাকিব রেজা স্বাক্ষরিত নোটিশটি ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দপ্তরে সংরক্ষণ করা হয়েছে।

এছাড়া ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, “সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের নামে বা বেনামে কেউ যদি কোনো অনৈতিক কর্মকাণ্ড, অপরাধ বা ব্ল্যাকমেইলের সঙ্গে জড়িত থাকে, তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে। সংগঠন এ ধরনের কোনো কুকর্মের দায়ভার নেবে না।”

সংগঠন আরও জানায়, সাংবাদিকতার মর্যাদা ও পেশাগত নৈতিকতা রক্ষায় সোনারগাঁও জার্নালিস্ট ক্লাব সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ এবং ভবিষ্যতেও শৃঙ্খলাভঙ্গ বা অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট