1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন

কাশিপুর ইউনিয়নকে নাসিকের আওতাভূক্ত না করার দাবিতে ডিসিকে স্মারকলিপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের আওতায় না আনার দাবিতে কাশিপুর ইউনিয়ন রক্ষা সংগ্রাম পরিষদ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত মানববন্ধনের পর জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হয়।

মানববন্ধন ও স্মারকলিপিতে বক্তারা বলেন, “কাশিপুর ইউনিয়নের বর্তমান ভৌগোলিক অবস্থায় জনগণের মাথাপিছু আয়ের হিসেব অনুযায়ী তারা নগরীতে যেতে সক্ষম নয়। আইনগত কোনো কারণে যদি কাশিপুরকে সিটির আওতায় আনা হয়, আমরা দাবি করব যে ঐতিহ্যবাহী কাশিপুরকে স্বতন্ত্র পৌরসভা হিসেবে গঠন করা হোক। এজন্য প্রয়োজনীয় ভোটার ও অন্যান্য বিষয় এখানে বিদ্যমান।”

বক্তারা আরও বলেন, “কাশিপুর এলাকার অধিকাংশ মানুষ স্থায়ী বাসিন্দা এবং কৃষি নির্ভর জীবিকা নির্বাহ করে। এখানে লক্ষাধিক মানুষ বসবাস করছে এবং শিক্ষাব্যবস্থা ভালোভাবে পরিচালিত হচ্ছে। এসব দিক বিবেচনায় ইউনিয়নটিকে সিটির আওতায় আনা যৌক্তিক নয়। কাশিপুরবাসি সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে ইচ্ছুক নয়।”

এসময় উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক শফিউদ্দিন প্রধান, খোকন সরদার, সদস্য সচিব মোহাম্মদ আরাফাত রহমান জিতু, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, আরিফুল ইসলাম টিটু, সালাউদ্দিন আহমেদ, সৈকত হোসেন ইকবাল, মোহাম্মদ আমানসহ ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট