1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন

মাদক কারবারিদের বিরুদ্ধে ডিসি-এসপির কাছে ফতুল্লাবাসীর স্মারকলিপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লার মাদক কারবারিদের অত্যাচার থেকে মুক্তি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে স্মারকলিপি প্রদান করেছে ফতুল্লাবাসী।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে এ স্মারকলিপি প্রদান করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ফতুল্লা থানার যুবসমাজ ধ্বংসের অন্যতম প্রধান কারণ মাদক। মাদকের কারণে এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, কিশোর গ্যাং, মব গঠন ও চাঁদাবাজিসহ নানা অপরাধ বৃদ্ধি পাচ্ছে। ‘ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, হেরোইন, আফিম ও প্যাথেডিন’-এর মতো মাদকদ্রব্য নিয়মিত বিক্রি হচ্ছে চিহ্নিত কয়েকটি এলাকায়, যা ফতুল্লার সামাজিক পরিবেশ নষ্ট করছে এবং যুবসমাজকে বিপথগামী করছে।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, আইন-শৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকার কারণে ফতুল্লার মাদক কারবার নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। কিছু ভূঁইফোড় রাজনৈতিক সংগঠনের ব্যক্তি, প্রভাবশালী মহল ও অসাধু নামধারী সাংবাদিকরা এই মাদক সিন্ডিকেটে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ফলে এলাকায় খুন-খারাবির ঘটনাও বৃদ্ধি পাচ্ছে।

এতে আরও বলা হয়, মাদকের কারণে এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে। নেশার টাকার জন্য চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি করছে তারা। মাদক বিক্রেতা ও ক্রেতা—উভয়েরই অপরাধ সমান। তাই সঠিক তদন্তের মাধ্যমে মাদক সিন্ডিকেট ও কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু, জেলা উলামা দলের সাধারণ সম্পাদক মো. মামুন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুল ইসলাম আপেল, থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লেলিন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা আবু জাফর সাগর, উজ্জ্বল, সৌরভ, জাকির, সজিব, ফতুল্লা থানা ছাত্রদলের নেতা মো. ফয়সাল ইসলাম, সোহেল, মৃদুল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট