1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

রূপগঞ্জে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষ, মোটর সাইকেলে অগ্নিকান্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় বিএনপি’র অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একদল অপরপক্ষের ওপর হামলা চালিয়ে মারধর ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় বলে জানা গেছে।

শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও রফিকুল ইসলামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত কাঞ্চন পৌরসভা মহিলা দলের সাধারণ সম্পাদক তানজিলা শিল্পীর সভাপতিত্বে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সাবেক সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর উপস্থিত থাকার কথা ছিল।

স্থানীয়রা জানান, বাদশা মিয়া নামে এক ব্যক্তি একাধিক মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে যোগাযোগ রাখতেন। তিনি একদিকে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর কর্মসূচিতে লোকজন নিয়ে যাওয়ার কথা থাকলেও অন্যদিকে প্রার্থী কাজী মনিরুজ্জামান মনির ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।

রাতে দিপু ভূঁইয়া বৈঠকে উপস্থিত না হওয়ায় বাদশা মিয়ার অনুসারীরা হতাশ হয়ে পড়ে। এ সময় সুযোগ নিয়ে কাওছার বাহিনীর লোকজন বাদশা মিয়ার গ্রুপের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে দাবি স্থানীয়দের।

ঘটনায় নুর আলম (৩৫), রবিউল ইসলাম (৫৫), রফিকুল ইসলাম ও বাদশা মিয়া আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বাদশা মিয়ার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করলে সেটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ হয়নি এবং কাউকেও আটক করা যায়নি।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট