1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :

সুজন’র নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নগরীর আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের ধীমান সাহা জুয়েলকে সভাপতি এবং আশরাফুল হক আশুকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর কেন্দ্রীয় সহযোগী সমন্বয়কারী জিল্লুর রহমান এ কমিটি ঘোষণা দেন।

কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভায় প্রথম পর্বে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক-সুজন এর নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েল।

পরে কমিটি বিলুপ্ত ঘোষণা পর দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি সাবেক সহকারী অধ্যাপক মনিরুজ্জামন মনির।

অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি ধীমান সাহা জুয়েল বলেন, ‘সুজন’ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অধিকার, জাতীয় শুদ্ধাচার এবং সমাজের সমস্যা সমাধানে কাজ করে আসছে। আমাদের নানান পরামর্শ এবং দাবির কারণে বেশ কিছু পরিবর্তন বিভিন্ন সেক্টরে বাস্তবায়িত হয়েছে। সাধারণ মানুষের জন্য আমাদের এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অ্যাডভোকেট শহিদুল ইসলাম টিটু, সহ-সম্পাদক মাকসুদা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ-সম্পাদক রাজলক্ষ্মী, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, প্রচার-সম্পাদক তালুকদার আব্দুল্লাহ আল ফারুক (রিংকু), কার্যনির্বাহী সদস্য মোক্তার হোসেন, ফররুখ আহমেদ খসরু, আবুল হাসান, মো. সেলিম ভুঁইয়া, অ্যাডভোকেট তানহা রহমান, জিল্লুর রহমান, মোহাম্মদ আবু সাঈদ, মো. আল আমিন আলী, জহিরুল ইসলামন বিদ্যুৎ, মো. নজরুল ইসলাম সুজন, অ্যাডভোকেট নয়নী রানী সাহা, শাহ আলম ভুঁইয়া, পারভেজ শরীফ ও মজিবুর রহমান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট