1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ী বৌ-বাজার এলাকার তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. নিক্কন চাঁন ওরফে লিখন (৩৬), ফতুল্লার নয়ামাটি এলাকার মৃত দয়াল চাঁনের ছেলে।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মো. সোহেল মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, এসআই মো. সোহেল মিয়ার নেতৃত্বে একটি ডিবি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। তারা জানতে পারেন, চৌধুরীবাড়ী বৌ-বাজার এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার হাতে থাকা বাজারের ব্যাগ থেকে একটি পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নিক্কন চাঁন স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন। তার বিরুদ্ধে পূর্বে আরও তিনটি মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট