
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামী বন্দর দক্ষিণ থানার উদ্যোগে সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এনায়েতনগর খেলার মাঠে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াতে ইসলামী এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
বৈঠকে মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “১৬ বছর ধরে এই দেশে লুটপাট ও অনিয়ম হয়েছে। হাজার হাজার কোটি টাকা উন্নয়নের নামে খরচ দেখানো হয়েছে, কিন্তু জনগণ সুবিধা পায়নি। আল্লাহর আইন ও সৎ শাসন ছাড়া দেশ কখনো ঠিক হবে না। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত সমাজ নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামীর লক্ষ্য কোরআন ও নামাজভিত্তিক ন্যায়সংগত সমাজ গঠন। আগামী নির্বাচনে জনগণ আমাদের ভোটের মাধ্যমে সমর্থন করবে, যা দেশ ও মানুষের কল্যাণ নিশ্চিত করবে।”
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী মজলিসে শুরার সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির, দক্ষিণ থানা আমীর ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। এনায়েতনগরের বিপুল সংখ্যক সাধারণ ভোটারও সভায় অংশগ্রহণ করেন।