1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গ্রেপ্তারকৃতরা মুচলেকায় মুক্ত মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে গিয়াসউদ্দিনের আবেদন ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা বিষ্ফোরন, আটক-৮ দেশে খুনের ঘটনা আগের তুলনায় কমেছে: নাসিমুল গনি নির্বাচনে পুলিশের ভূমিকার ওপর বাহিনীর ভাবমূর্তি নির্ভর করবে: এসপি জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছকে বিজয়ী করতে হবে-রিয়াদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ১৭’শ পিচ ইয়াবাসহ আমানউল্লাহ গ্রেপ্তার “শহীদদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব” নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এমপি প্রার্থী গোলাম মসীহকে জরিমানা

দিনাজপুরে উপশহর মিস্ত্রিপাড়ায় নাইট ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত–যুগেরনারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের উপশহর খোদমাধবপুর মিস্ত্রিপাড়ায় ঈদুল ফিতর উপলক্ষে সিনিয়র জুনিয়র সমন্বয়ে নাইট ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মিস্ত্রিপাড়া উন্নয়ন সংঘ ক্লাব আয়োজিত ঈদের আনান্দ উপভোগ করতে উপশহর মিস্ত্রি পাড়ার এলাকার সিনিয়র জুনিয়র সমন্বয়ে নাইট ফুটবল প্রীতি ম্যাচের উদ্বোধন করেন এলাকার কৃতি সন্তান প্রকৌশলী সাজিউল ইসলাম সাজু ও দৈনিক কালের কন্ঠ ও ডেইলি অবজারভার পত্রিকার দিনাজপুর প্রতিনিধি সাংবাদিক এমদাদুল হক মিলন।
উদ্বোধনী খেলায় দুটি দল অংশ গ্রহণ করেন ব্লাক হর্স দলের অধিনায়ক এমদাদুল হক মিলনের দল সেভেন হর্স দলের অধিনায়ক কোল্ড মাইনিং বড় পুকুরিয়া কোঃ লিঃ মিঃ প্রকৌশলী সাজিউল ইসলাম সাজুর দলকে হারিয়ে ফাইনালে পৌচ্ছে।
অপর দিকে আরেকটি খেলায় এসিডিসি দল ফাইনালে উঠে।
ফাইনালে এসিডিসি বনাম ব্লাক হস্ দু দলের সমিকরণে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে তিন দুই গোলে জয় লাভ করে এসিডিসি দল।
চ্যাম্পিয়ন এসিডিসি দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন এলাকার কৃতি সন্তান প্রকৌশলী সাজিউল ইসলাম সাজু, সাংবাদিক এমদাদুল হক মিলন।
খেলায় ৪টি দলে যারা অংশগ্রহন করেন, মোঃ লিটন হোসেন আকাশ,শাকিল ইসলাম,মাহমুদুল হাসান সাথী, হারিসুল ইসলাম হিরা,মামুন,জুয়েল, সেলিম,মাসুম,জাহাঙ্গীর,আরাফাত হোসেন রনি,শাহিন,বুলু,আপেল,শহরিয়ার,অন্তর,মিম,সানি,সিয়াম,রানা, রুবেল,আরমান,আরিফুল,জুম্মন,জারিন,মিনার,দিনার,জনি,মাসুদ,ধারাবর্ণনায় ছিলেন সাব্বির প্রমুখ।

দিনাজপুরের উপশহর খোদমাধবপুর মিস্ত্রিপাড়ায় ঈদুল ফিতর উপলক্ষে সিনিয়র জুনিয়র সমন্বয়ে নাইট ফুটবল প্রীতি ম্যাচে চ্যাম্পিয়ন এসিডিসি দলের হাতে ট্রফি তুলে দিচ্ছেন প্রকৌশলী সাজিউল ইসলাম সাজু, সাংবাদিক এমদাদুল হক মিলন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট