1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মামুন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের বন্দরে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুন আহম্মেদ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মামুন আহম্মেদ বন্দর উপজেলার মিনারবাড়ীস্থ ডুমুরতলা এলাকার আকবর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিনারবাড়ী এলাকায় মামুনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার মামুনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, মামুন দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট