1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মর্মান্তিক মৃ’ত্যু ঘিরে গুঞ্জন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোসাম্মৎ লায়লা (৩০) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে কাশিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লায়লা ওই এলাকার মৃত রব মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে লায়লা ঘরের চালের ওপর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন। তা দেখে প্রতিবেশী দুইজন মধ্যবয়সী ব্যক্তি দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে স্বজনরা লাশ বাড়িতে নিয়ে আসেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসীর মধ্যে গুঞ্জন রয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনার পেছনে পারিবারিক বিরোধের বিষয় জড়িত থাকতে পারে।

স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, কয়েক দিন আগে লায়লার চাচাতো ভাই আলী আক্কাসের বাড়ির চাল থেকে পানি পড়া নিয়ে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা ও ঝগড়া হয়। ঘটনার দিন সেই জায়গায় মেরামত কাজ করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লায়লার মৃত্যু হয়।

আর এ কারণে অভিযোগ এর তির আলি – আক্কাসের দিকে উত্থাপিত হচ্ছে।

লায়লার পরিবার এ ঘটনায় কোনো আইনি ব্যবস্থা নেবে কিনা, তা এখনও জানা যায়নি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত আনোয়ার হোসেন বলেন, “এ ধরনের কোনো খবর এখনো আমরা পাইনি। পরিবার লিখিতভাবে জানালে বা অভিযোগ দিলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট