1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন

তিন উপজেলার ১১ ইউনিয়ন নাসিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সদর, বন্দর ও সোনারগাঁ উপজেলার ১১টি ইউনিয়ন নাসিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

তথ্যমতে, নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর, কাশিপুর, এনায়েতনগর, ফতুল্লা ইউনিয়নের সম্পূর্ণ অংশ এবং কুতুবপুর ইউনিয়নের আংশিক অংশ (ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্বাংশ), বন্দর উপজেলার কলাগাছিয়া, বন্দর, মুছাপুর, ধামগড়, মদনপুর ইউনিয়নের সম্পূর্ণ অংশ ও সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের আংশিক অংশ (ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণাংশ) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের এ ইউনিয়নগুলো সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছিল স্থানীয় বাসিন্দারা। একই দাবি জানিয়ে আসছিল বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দও। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক কারণে তা হয়ে উঠছিল না। ২০২৪ সালে জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পরবর্তী সময়ে ফের সিটি কর্পোরেশন সীমানা সম্প্রসারণের দাবি তোলেন নারায়ণগঞ্জবাসী। তারই প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগে সীমানা সম্প্রসারণ প্রক্রিয়া হাতে নেয়।

গত সোমবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার সিনিয়র সহকারী কমিশনার (স্থানীয় সরকার) টি.এম. রাহসিন কবির তিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠান।

চিঠিতে সদর, বন্দর ও সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা, ২০১৩ অনুযায়ী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণে প্রয়োজনীয় শর্তসমূহ পূরণ হয়েছে কি না, তা সরেজমিনে পরিদর্শন করে বিস্তারিত প্রতিবেদন তিন কার্যদিবসের মধ্যে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট