1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

সোনারগাঁয়ে মেঘনা নদীতে চাঁদাবাজি ঠেকাতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৫

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে বালু ও মালবাহী বিভিন্ন নৌযানে চাঁদাবাজির সময় পুলিশের সঙ্গে নৌ-চাঁদাবাজদের সংঘর্ষ, গোলাগুলি ও টেটাবিদ্ধের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী কুমিল্লার মেঘনা উপজেলার নলচর গ্রামের বারেকের নেতৃত্বে তার ছেলে মহসিন, হাসনাত, রানা, সাজ্জাদসহ ২০-৩০ জনের একটি চাঁদাবাজ চক্র নদীতে বালু ও পণ্যবাহী নৌযান থেকে চাঁদা আদায় করে আসছে।

মঙ্গলবার সকালে বারেকের নেতৃত্বে টিটু, মহসিনসহ তাদের লোকজন দেশীয় অস্ত্র—টেটা, বল্লম ও রামদা নিয়ে ‘এসবি জয়নব বৃষ্টি পরিবহন’ নামের একটি বাল্কহেডে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় শ্রমিক মহিবুল্লাহ ও জাকারিয়া ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

খবর পেয়ে বৈদ্যেরবাজার ও চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথভাবে অভিযান চালালে চাঁদাবাজরা পুলিশের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে এএসআই মাকসুদ, কনস্টেবল সোহাগ ও কনস্টেবল সাইদুর আহত হন। পরে আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে চাঁদাবাজ রানা ও সাজ্জাদকে আটক করে।

আহতদের প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কনস্টেবল সোহাগ ও শ্রমিক জাকারিয়া ইসলামের অবস্থা অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাল্কহেডের সুকানী মো. শফিকুল ইসলাম জানান, “আমরা আড়াইহাজারের মরিচাকান্দি এলাকা থেকে বালু নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম। নুনেরটেকে পৌঁছালে চাঁদাবাজরা আমাদের নৌযান আটক করে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় আমাদের দুই শ্রমিককে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। প্রায় প্রতিদিনই এ পথে তারা নৌযান থেকে চাঁদা আদায় করে থাকে।”

অভিযুক্ত বারেকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে তাকে এসএমএস পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।

বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, “দীর্ঘদিন ধরে একটি চাঁদাবাজ চক্র মেঘনা নদীতে নৌযান থেকে চাঁদা আদায় করে আসছে। আজ সকালে তারা শ্রমিকদের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা হয়। বর্তমানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট