1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন

আড়াইহাজারে বিশেষ অভিযানে ৫০ হাজার মিটার জাল জব্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টা থেকে উপজেলার মেঘনা নদীতে পরিচালিত এ অভিযানে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং প্রায় ৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার বলেন, জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধার হওয়া ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। যারা আইন ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলামসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট