1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন

প্রবারণা পূর্নিমায় বৌদ্ধ বিহার পরিদর্শন করলো ঐক্য পরিষদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে নারায়ণগঞ্জ শাসনরক্ষিত ধ্যান কেন্দ্র বুদ্ধ বিহার পরিদর্শন এবং বৌদ্ধ সম্প্রদায়কে ফুলেল শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ ।

সোমবার (০৬ অক্টোবর) রাত ৭ টায় নারায়ণগঞ্জ বৌদ্ধ বিহারে শুভেচ্ছা বিনিময় করেন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জেলা ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস বলেন, “প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি পবিত্র ও তাৎপর্যপূর্ণ উৎসব। এই উৎসব আত্মশুদ্ধি, সহিষ্ণুতা এবং মানবকল্যাণের বাণী বহন করে। আমি এই পবিত্র দিনে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”

মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্মের মানুষের মিলেমিশে বসবাসই আমাদের শক্তি। প্রবারণা পূর্ণিমার এই শুভক্ষণে আমি বৌদ্ধ সম্প্রদায়ের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

এদিকে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ বিহারে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। দিনব্যাপী চলে প্রার্থনা, বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন এবং বিশ্বশান্তির জন্য প্রার্থনা। সন্ধ্যায় আকাশে ফানুস উড়িয়ে পূর্ণিমার আকাশকে আলোকিত করেন ধর্মপ্রাণ বৌদ্ধ সম্প্রদায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, সহ সভাপতি ভদন্ত চন্দ্র বংশ থের, পনিয়াদিপা ভান্তে, খেমানন্দ ভান্তে, তিলোকানন্দ ভান্তে, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি হরি সাহা, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অরুন দেবনাথ, সহ-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা, অজয় সূত্রধর, তপন চন্দ্র ধর, প্রচার সম্পাদক বিপুল পোদ্দার ও বন্দর থানার যুব ঐক্য পরিষদের সভাপতি তুলশী ঘোষসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট