1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

সোনারগাঁয়ে মান্নানের অর্থায়নে বেহাল সড়ক মেরামত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চলে অবস্থিত ফ্রেশ সিমেন্ট কারখানা থেকে ইসলামপুর পর্যন্ত দীর্ঘদিনের বেহাল সড়কটি অবশেষে সংস্কারের উদ্যোগ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

নিজস্ব অর্থায়নে শুরু হওয়া এ সড়ক সংস্কার কাজে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে স্বস্তির হাসি। প্রায় ২০ হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতের একমাত্র ভরসা এই রাস্তাটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এতে ভোগান্তিতে ছিলেন শিল্পাঞ্চলের শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।

স্থানীয়রা জানান, দুই যুগেরও বেশি সময় ধরে রাস্তাটি সংস্কারের অভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল। ভারী যানবাহনের চাপের কারণে বড় বড় গর্তের সৃষ্টি হয়, ফলে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। অবশেষে বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানের ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটি সংস্কারের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

রবিবার (৫ অক্টোবর) সকালে তার নির্দেশনায় উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল হান্নান বেপারীর নেতৃত্বে সংস্কার কাজের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহানুর, আল-আমিন, স্বপন মিয়া, রিপন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল রানা, ছাত্রদল নেতা আবু তাহের রিফাত, যুবদল নেতা শাহীন রেজা, হাসান বশরি, আরিফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয় বাসিন্দা মুক্তার হোসেন বলেন, “আমরা খুবই খুশি যে অবশেষে রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। আগে সামান্য বৃষ্টি হলেই পানি জমে থাকত, চলাফেরা করা যেত না। এখন অন্তত কিছুটা স্বস্তি পাব।”

বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান বলেন, “এলাকার মানুষের কষ্ট দেখে চুপ থাকতে পারিনি। সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছি। জনগণের সেবা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”

সংস্কার কাজ শেষ হলে মেঘনা শিল্পাঞ্চলের শ্রমিক ও স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে আশা করছেন এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট