1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

বন্দরে সালিশী বৈঠকে প্রতিপক্ষের হাতুরি পেটায় হোসিয়ারী শ্রমিক নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের বন্দরে বিচার-সালিশ বৈঠকের সময় প্রতিপক্ষের হামলায় হাতুড়ির আঘাতে আলমগীর হোসেন (৫০) নামে এক হোসিয়ারি শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে বন্দর থানার সালেহনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন বন্দর শাহীমসজিদ এলাকার মৃত সোহবান মিয়ার ছেলে। তিনি মালেক সিকদারের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলমগীরের ছেলে মুন্নার সঙ্গে স্বল্পেরচক এলাকার বাচ্চু মিয়ার ছেলে জুয়েলের দীর্ঘদিন ধরে টাকা ও মোটরসাইকেল লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় সালেহনগর এলাকার জনৈক রহিম মিয়ার বাড়ির সামনে বিচার-সালিশ বসে।

সালিশ চলাকালীন সময়ে আলমগীর ও জুয়েলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে জুয়েল আলমগীরের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, “ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট