1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

বন্দরে পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের বন্দরে পরিত্যক্ত ঘরের দরজা ভেঙে হাসান (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টা থেকে সোয়া ৬টার মধ্যে নবীগঞ্জ এলাকায় জনৈক ইমরান চৌধুরী বাপ্পীর একটি পরিত্যক্ত টিনসেড ঘরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার রাতে বাড়ির মালিক ইমরান চৌধুরী বাপ্পী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, গত বুধবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে ভিকটিম হাসান জ্বরে আক্রান্ত অবস্থায় আশ্রয়ের জন্য বাদীর কাছে আসে। মানবিক কারণে ইমরান চৌধুরী তাকে পরিত্যক্ত ঘরটিতে থাকতে দেন।

এরপর শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে বাড়ির মালিক ইমরান চৌধুরী পরিবারসহ ফতুল্লায় তার বোনের বাসায় দাওয়াতে যান। একই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে বাড়ির ভাড়াটিয়া খলিল মিয়া ফোনে জানান, ভিকটিম হাসান ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে গামছা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট