1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে মহাসপ্তমী পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

কলাবউ স্নান, নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে মহাসপ্তমী পালিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে শহরের মণ্ডপে-মন্দিরে দেবী দুর্গার বন্দনা হয়েছে নবপত্রিকায়, মহামায়ার প্রকৃতি রূপের আরাধনায় মহাসমারোহ। পরে কল্পারম্ভ ও বিহিত পূজা অনুষ্ঠিত হয়।

‘নবপত্রিকা’ অর্থ হলো নয়টি উদ্ভিদের পাতা। এই নয়টি উদ্ভিদকে দেবী দুর্গার নয়টি বিশেষ রূপের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। একটি কলা গাছের সঙ্গে কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মানকচু ও ধান গাছ শ্বেত অপরাজিতার লতা দিয়ে বাঁধা হয়। তারপর লালপাড়ের সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা দিয়ে দেওয়া হয় বধূ রূপ।

তারপর তাতে সিঁদুর দিয়ে সপরিবার দেবীপ্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পূজা করা হয়। প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম কলাবউ।

নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীকে মহাস্নান করানো হয়। দুর্গা প্রতিমার সামনে একটি দর্পণ বা আয়না রেখে সেখানে প্রতিফলিত প্রতিমার প্রতিবিম্বে নানা উপাচারে দেবীকে স্নান করানো হয়।

হিন্দু শাস্ত্র অনুযায়ী, এসব ক্রিয়ানুষ্ঠানের মধ্য দিয়ে সমাজের কৃষিসম্পদ, খনিজসম্পদ, বনজসম্পদ, জলজসম্পদ, প্রাণিজসম্পদ ও ভূমিসম্পদ রক্ষা ওপর আলোকপাত করা হয়।

নারায়ণগঞ্জে মিনাবাজার শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়া মন্দিরের পুরোহিত জানান, সকাল ৬টা ১০ মিনিটে নবপত্রিকায় প্রবেশ ও স্থাপনের মাধ্যমে সপ্তমী পূজা শুরু হয়। কল্পারম্ভ ও বিহিত পূজার পর কলাবউয়ের মহাস্নানের মাধ্যমে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা চলে।

পুরোহিত বলেন, দেবী দুর্গার চরণে ভক্তরা অঞ্জলি দিয়েছেন। দেবীর পদজলে উপবাস ভেঙে প্রার্থনা করেছেন। সপ্তমী পূজার মাধ্যমে সপ্ত ব্রহ্মা-ের পাপসমূহ দূর হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় ২২৪টি পূজামন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ৭৯টি, বন্দর উপজেলায় ২৯টি, রূপগঞ্জে ৪৪টি, সোনারগাঁয়ে ৩৫টি এবং আড়াইহাজারে ৩৬টি মন্ডপে পূজা হবে। প্রতিটি মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আনসার সদস্য, মন্ডপ কমিটির স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যও মোতায়েন থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট