1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন

বিশ্ব হার্ট দিবসে রূপগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

‘প্রতিটি হৃদয়ের স্পন্দনের যত্ন নিন’- এ স্লোগানকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় এ কর্মসূচি আয়োজন করা হয়। র‌্যালিটি ঢাকা-সিলেট মহাসড়কসহ আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিএম মনিরুল ইসলাম, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আবুল হাসনাত জাফর, অধ্যাপক আরিফ মোহাম্মদ সোহান প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে অল্প বয়সেই মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছে। সামান্য সচেতন হলেই এ রোগ প্রতিরোধ সম্ভব। সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করলে হৃদরোগ থেকে মুক্ত থাকা যায়। পাশাপাশি নিয়মিত কোলেস্টেরল, ডায়াবেটিস, ব্লাড সুগার ও ব্লাড প্রেসার পরীক্ষা করার পরামর্শ দেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট