1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

এলাকাবাসী ও পঞ্চায়েত কমিটির কাছে ক্ষমা চেয়ে সঠিক পথে ফেরার আহ্বান: মাওলানা ফেরদাউসুর রহমান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধের লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে এক বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৬শে সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে ফতুল্লার কাশিপুর পশ্চিম ভোলাইল গেদ্দার বাজার এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।  অনুষ্টানের সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের ফতুল্লা থানা’র সাধারন সম্পাদক মাওলানা তাইজুল ইসলাম আব্বাস এবং সঞ্চালনায় ছিলেন শফিকুল ইসলাম এবং মো. শেখ হীরা ইসলাম।

এলাকাবাসীর উদ্দেশ্যে ফেরদাউসুর রহমানের বক্তব্য
পশ্চিম ভোলাইল এলাকার যুবক-যুবতীরা আমাদের সন্তানের মতো। কেউ জন্মগতভাবে খারাপ হয় না। পরিবেশের কারণে অনেকেই ভুল পথে যায়। তাই আমি ঘোষণা দিচ্ছি এলাকার যারা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের তিন দিনের সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে এলাকাবাসী ও পঞ্চায়েত কমিটির কাছে ক্ষমা চেয়ে ভালো পথে ফিরে আসতে হবে। অন্যথায় তিন দিন পর থেকে প্রতিটি এলাকায় পাহারা বসানো হবে এবং অপকর্মে জড়িতদের ধরে আইনের হাতে সোপর্দ করা হবে।

তিনি আরো বলেন, আজকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। এর বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। আমরা বিশ্বাস করি, মাওলানা মুফতী মনির হোসাইন কাসেমী যদি এই ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন, তাহলে এলাকায় শান্তি ফিরে আসবে, মাদক ও সন্ত্রাস দূর হবে এবং ভাঙাচোরা রাস্তা-ঘাটের উন্নয়ন হবে। গ্যাস, বিদ্যুৎসহ মানুষের মৌলিক চাহিদা পূরণে তিনি আন্তরিক থাকবেন।

তিনি আরো যোগ করেন,নির্বাচনকে ঘিরে যে ষড়যন্ত্র চলছে, সেটি আমাদের রুখে দিতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য প্রস্তুতি নিতে হবে। অন্যথায় ফ্যাসিবাদী চক্র আবারও মাথাচাড়া দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিম ভোলাইল জামে মসজিদের সভাপতি জনাব আলমগীর হোসেন পশ্চিম ভোলাইল পঞ্চায়েত কমিটির, সভাপতি আলহাজ্ব আব্দুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক রনি

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুফতি আবু ইউসুফ, মাওলানা নোমান বিন সাদিক, মাওলানা ইরফান আলী, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. আনিসুল ইসলাম সানি, মাওলানা আবু বক্কর, মাওলানা তৈয়বুল হোসেন, হাজী শাহীন, মাহবুবুর রহমান, ছাত্রনেতা মিরাজ, শেখ হীরা ইসলাম, মাওলানা আলাউদ্দিন ফরাজী, মাওলানা ফরিদী, মোহাম্মদ উসমান গনী, মাওলানা সাজ্জাদ, মশিউর রহমান, মোস্তাফিজুর রহমান, লিয়াকত আলী খান, মাওলানা কামরুল হাসান দায়েমীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

সমাবেশটি আয়োজন করেন পশ্চিম ভোলাইল এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট