1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা : ৫৯ জনকে আসামী করে মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনার চৌদ্দ মাস পর হত্যাচেষ্টার অভিযোগে আরও একটি মামলা দায়ের হয়েছে। এ মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৫৯ জনকে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ৫০–৬০ জনকে আসামি করা হয়েছে।

গত বছরের ১৯ জুলাই সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত মো. জিদান হোসেন (২২) বাদী হয়ে গত ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলার আবেদন করেন। আদালত আবেদন আমলে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানাকে মামলা রেকর্ডের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে সোমবার রাতে থানায় মামলাটি রেকর্ড করা হয় বলে জানিয়েছে পুলিশ ।

মামলায় শামীম ওসমানের পাশাপাশি আসামি করা হয়েছে—নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, ছেলে অয়ন ওসমান, আলীরটেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মীদের।

মামলার বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম জানান, “আদালতের নির্দেশে হত্যাচেষ্টার অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। এতে এজাহারনামীয় আসামি ৫৯ জন, পাশাপাশি অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। বাদী আহত মো. জিদান হোসেন।”

এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার ঘটনায় নতুন মামলাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় এখন পর্যন্ত মোট ১০২টি মামলা দায়ের হয়েছে। এসব মামলার অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ। পাশাপাশি পিবিআই ইতোমধ্যে দুটি মামলার অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে এবং সিআইডি ৫টি মামলার তদন্ত গুরুত্বসহকারে চালিয়ে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট