1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

ফতুল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফতুল্লা থানার বিভিন্ন পূজা উদযাপন কমিটি ও পূজামণ্ডপের কর্মকর্তাদের সাথে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফতুল্লা বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

ফতুল্লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

সভায় রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনে সারাদেশের মতো ফতুল্লাতেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। তিনি পূজায় কোনো আইনশৃঙ্খলা অবনতি ঘটতে না পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান জানান এবং সর্বপ্রকার সহযোগিতা ও পূজামণ্ডপের জন্য আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

প্রস্তুতিমূলক সভায় আরো উপস্থিত ছিলেন লালপুর পূজা কমিটির সাধারণ সম্পাদক অর্জুন দাস, কোষাধ্যক্ষ সুমন ঘোষ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দত্ত, মন্দির সেবায়েত নন্দলাল বসাক, ফতুল্লা মেঘনা ঘাট মন্দিরের সাধারণ সম্পাদক অভি দাস, দাপা পোস্ট অফিস পূজা মণ্ডপের সভাপতি পবিত্র রঞ্জন দাস, সাধারণ সম্পাদক সবুজ দাস, কার্যকরী সদস্য প্রদীপ মন্ডল ও সানী দাস।

এছাড়া পঞ্চবটী শিষ মহল শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সহ-সভাপতি নিখিল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রাম প্রসাদ ঘোষ, সহ-সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাস, সহ-সাংগঠনিক সম্পাদক পীযুষ চন্দ্র দাস, সহ-প্রচার সম্পাদক শিবু চন্দ্র দাস, প্রদীপ সাহা, বিপু চন্দ্র দাস ও পরিমল দাস উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী ও সদস্য সচিব আল আমিন, থানা তাতী দলের সভাপতি ইউনুছ মাস্টার, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস. কে. শাহিন, থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, সহ-প্রচার সম্পাদক মিলন ঢালী, ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা অরুন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুয়েল চৌধুরী, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রাসেল আহমেদ ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল প্রধান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট