1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

সোনারগাঁয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনার কারণে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম ওমর ফারুক খোকা (২৮)।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদীতে এ ঘটনা ঘটে। নিহত ফারুক খোকা মৃত জাহের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে নিজ বাড়ির গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে ফারুক খোকা ও তার বড় ভাই আক্তার হোসেনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে আক্তার হোসেনের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ফারুক খোকা মারা যান। এর পর সেখান থেকে মরদেহ উদ্ধার করেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মো. সানোয়ার।

তিনি বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। প্রাথমিক তথ্য অনুযায়ী, ডাব পাড়া নিয়েই ঝগড়া হয়েছে। ছুরিকাঘাতকারী ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়েছে। তাকে আটক করার চেষ্টা চলছে।

এ ঘটনায় সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাশেদুল হাসান খান ও নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ (খ-সার্কেল) আসিফ ইমামের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ ফোন রিসিভ করেননি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট