1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :

শারদীয় দুর্গাপূজা নির্বিগ্নে সম্পন্ন করার বিষয়ে আমরা হার্ডলাইনে-নাসিক প্রশাসক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শারদীয় দুর্গাপূজা নির্বিগ্নে সম্পন্ন করার বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে আশ্বস্থ করেছেন নাসিক প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, “পূজার প্রতিটি কার্যক্রম নির্বিগ্নে সম্পন্ন হয়, সে বিষয়ে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হবে। মানুষ যেন আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারে, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নগরভবনে এ পূজা উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নাসিক এলাকার ৬৬টি পূজা মন্ডপে প্রায় ৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

তিনি আরও বলেন, “বঙ্গবন্ধু সড়কের ছোট-খাটো যে গর্তগুলো আছে, তা মেরামতে প্রায় ৭ লাখ টাকা ব্যয় করা হবে। বিসর্জনের স্থানে বড় মঞ্চ ও আলোকসজ্জায় প্রায় ২ লাখ টাকা ব্যয় হবে। পূজার সময় একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ করা হবে, যার সাথে পূজা পরিষদের নেতারা সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারবেন।”

সন্ধ্যার পরে শহরে যাতে ট্রাক প্রবেশ করতে না পারে সে বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি।

শহরের অবকাঠামো উন্নয়নে পরিকল্পনার বিষয়ে প্রশাসক জানান, “বর্তমানে শহরে বড় ড্রেন নির্মাণকাজ চলছে, এতো বড় ড্রেন আপনারা বাংলাদেশের আর কোথাও দেখতে পাবেন না। আমরা আশা করছি, এই ড্রেনের কাজ শেষ হলে আগামী বর্ষায় নারায়ণগঞ্জে আর পানি জমবে না। সাময়িক অসুবিধা হলেও এটি নগরবাসীর জন্যই করা হচ্ছে।”

সভায় আরও উপস্থিত ছিলেন নাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসাইন, সচিব নূর কুতুবুল আলম, প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, নাসিক কর্মকর্তা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট