1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :

ফতুল্লায় শ্রমিকদের চাকরিচ্যুত করার প্রতিবাদে বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলের অবস্থিত তামাই নিটওয়্যার ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা চাকরিচ্যুতির প্রতিবাদে বিক্ষোভ করেছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শহরের চাষাঢ়ায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা।

শ্রমিকরা জানান, কারখানার জিএম প্রদীপ কুমার শ্রমিকদের সঙ্গে আলোচনা করতে আসার জন্য আমন্ত্রণ জানান। শ্রমিকরা বিকেএমইএ কার্যালয়ে উপস্থিত হলেও প্রদীপ কুমার শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা না বলে অফিসের ভিতরে অবস্থান করেন। পরে শ্রমিক নেতা বাবুল আক্তারের মাধ্যমে শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য আগামী ১৩ সেপ্টেম্বর বিকেএমইএ কার্যালয়ে পুনরায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
এই সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। তবে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন। বিক্ষোভের সময় তারা আগামীকাল নারায়ণগঞ্জ চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করার ঘোষণা দেন।

নারায়ণগঞ্জ জেলা শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা জানান, “বিকেএমইএ কার্যালয়ের সামনে শ্রমিকরা অবস্থান নিয়েছিল, পরে চলে গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট