1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা কমিটি পুনর্গঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
গণসংহতি আন্দোলন ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা কমিটি পুনর্গঠন করেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক আলোচনা সভা শেষে ৩টি পদ ফাঁকা রেখে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

আলোচনা সভাটি সিদ্ধিরগঞ্জ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রেদওয়ান সজীব। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগর সমন্বয়কারী মোঃ বিপ্লব খাঁন এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা গণসংহতির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ সোহাগ, কমিটির সদস্য হাসিনা বেগম, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইদুর রহমানসহ থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

মোঃ বিপ্লব খাঁন তাঁর বক্তব্যে বলেন, গণসংহতি আন্দোলন জন্মলগ্ন থেকেই জনগণের অধিকার আদায়ে লড়াই করে আসছে। দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট নিরসনে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।

আলোচনা সভা শেষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির আহ্বায়ক: জিয়াউর রহমান, যুগ্ম আহ্বায়ক: মো: রেদোয়ান সজীব ও আক্তার হোসেন, সদস্য সচিব: মোহাম্মদ সোহাগ, যুগ্ম সদস্য সচিব: মো: সাব্বির ও মো: মামুন বিশ্বাস, সদস্য: হাসিনা বেগম, মো. আলামিন, মো: সাইদুর রহমান, শাওন, হৃদয়, আ. আজিজ, আক্তার, হাবিব, শাওন, পারভেজ নিক্সন, রাজা, মো. শহীদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট