1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

নীলফামারি ইপিজেডে শ্রমিক হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নীলফামারীর উত্তরা ইপিজেডে এভার গ্রীন গার্মেন্টসের শ্রমিক হাবিবুর রহমান হাবিবকে যৌথ বাহিনীর গুলিতে হত্যার প্রতিবাদে এবং দায়ীদের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা শ্রমিক কর্মচারী ঐক্য সংসদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।

এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কর্মচারী ঐক্য সংসদের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর আলম গোলক, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এফ. এম. আবু সাইদ, শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, রমজান শেখসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শ্রমিকরা ২৩ দফা দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। তিন মাসের বকেয়া বেতনসহ ন্যায্য দাবির পরও কর্তৃপক্ষ অন্যায়ভাবে কারখানা বন্ধ করে দিলে উত্তেজনা দেখা দেয়। এসময় যৌথ বাহিনী গুলি চালায়, এতে হাবিব নিহত হন এবং অন্তত সাতজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া লাঠিচার্জে আরও ২০-২৫ শ্রমিক আহত হয়েছেন।

শ্রমিক নেতারা বলেন, “ফ্যাসিবাদ পতন হলেও শ্রমিকদের ওপর ফ্যাসিবাদী কায়দায় হামলা ও নির্যাতন অব্যাহত রয়েছে।” তারা অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট