1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

মাসদাইর শ্মশান ঘাটের পুকুরের অবৈধ বেড়া অপসারণের দাবিতে ৭২-ঘন্টার আল্টিমেটাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের মাসদাইর কেন্দ্রীয় মহাশ্মশান ঘাটের পেছনের প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী পুকুরে অবৈধভাবে বেড়া দেওয়ার প্রতিবাদে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় হিন্দু সমাজ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজা লক্ষ্মীনারায়ণ মন্দিরে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আল্টিমেটাম দেওয়া হয়। সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শবদাহ সম্পন্ন হওয়ার পর ধর্মীয় রীতিতে এই পুকুরেই অস্থি বিসর্জন দেওয়া হয়ে আসছে। কিন্তু সম্প্রতি ওই পুকুরে জোরপূর্বক বেড়া দেওয়া হয়েছে, যা ধর্মীয় কর্মকা-ে চরম বাধা সৃষ্টি করছে।

বক্তারা আরও বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে বেড়া অপসারণ না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে পুকুর পুনরুদ্ধার করা হবে।

সভায় উপস্থিত ছিলেন হংস প্রভু, পরিতোষ কান্তি সাহা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ননী গোপাল সাহা, সুভাষ সাহা, শংকর সাহা, সুজন সাহা, লিটন পাল, প্রদীপ সরকার, কাজল দাস, আনন্দ সেরোয়াগী, আশীষ দাস, প্রদীপ দাস, হিমাদ্রী সাহা, অভয় সাহা, এড. রঞ্জিত, গোবিন্দ ঘোষ, বিপ্লব কুন্ডু, ভবানী শংকর রায় প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট