1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ ও ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১১১ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। এসময় তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (৩১ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম এবং মো. নাহিদের নেতৃত্বে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘন ১৫(১) অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় কুমিল্লা স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা ও ৭৫ কেজি পলিথিন জব্দ, হৃদয় স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা ও ২৯ কেজি পলিথিন জব্দ এবং আল-মদিনা স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা ও ৭ কেজি পলিথিন জব্দ করা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষার্থে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার, মজুদ, বিক্রয় ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট