1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
যাত্রাবাড়ী থানায় শামীম–সেলিম ওসমানসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা শামীম ওসমানের সাবেক বডিগার্ড জিতু এখন বেপরোয়া! সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: দালাল সামছুর খপ্পরে সাধারন মানুষ রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি: সেই গুই রাকিব গ্রেফতার ফতুল্লায় ৩ কোটি টাকার দুয়ারী নেট জব্দ সোনারগাঁয়ে তরুন দলের নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সোনারগাঁয়ে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি নেতা কর্মীদের মানববন্ধন সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় শোন এ্যারেষ্ট হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

ফুলবাড়ীর আন্দোলন জাতীয় সম্পদ রাখার আন্দোলন-রাব্বি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফুলবাড়ী গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জেলা আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে এবং সদস্য সচিব ধীমান সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক শীবনাথ চক্রবর্তী, বাসদের জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি মাহমুদ হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সামাজিক সংগঠন সমমনার উপদেষ্টা দুলাল সাহা প্রমুখ।

রফিউর রাব্বি বলেন, ফুলবাড়ীর আন্দোলন কেবল উত্তরাঞ্চলের মানুষের অধিকারের আন্দোলনে নয়, এইটি দেশের সকল জাতীয় সম্পদের উপর সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সরকারের প্রাণ-প্রকৃতি বিনাশী সকল চুক্তির সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিৎ করার আন্দোলন। বিদেশি প্রতিষ্ঠানের সাথে অস্বচ্ছ প্রক্রিয়ায়, গোপনে চুক্তি করার বিরুদ্ধে আন্দোলন।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে বিদেশি ঋণ-কোম্পানি নির্ভর কয়লা-পারমানবিক-এলএনজিকেন্দ্রীক রামপাল, রূপপুর ও মাতারবাড়ীসহ প্রাণবিনাশী বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছে যা দেশে ও মানুষের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনবে। তিনি ২০১৭ সালে ‘তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি’র পক্ষ থেকে নবায়ন ও অনবায়ন যোগ্য জ্বালানির সমন্বয়ে সারা দেশে সুলভে, নিরবিচ্ছিন্ন, পরিবেশবান্ধব বিদ্যুৎ জোগানের যে প্রস্তাবনা সরকারের কাছে পেশ করা হয়েছে তা বাস্তবায়নের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালে ফুলবাড়ীতে প্রস্তাবিত কয়লা উত্তোলন চুক্তি দেশের স্বার্থবিরোধী ছিল। চুক্তি অনুযায়ী উত্তোলিত কয়লার ৯৪ শতাংশ পাবে এশিয়া এনার্জি, বাংলাদেশ পাবে মাত্র ৬ শতাংশ। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হলে স্থানীয় এলাকার জনজীবন, কৃষি ও পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হতো। তৎকালীন জোট সরকারের এই চুক্তির বিরুদ্ধে স্থানীয় জনগণ জনতার মাধ্যমে গণ-অভ্যুত্থান সংগঠিত করে। আন্দোলনের মুখে এশিয়া এনার্জি ও প্রশাসন প্রকল্প ত্যাগ করতে বাধ্য হয়।

সমাবেশের শুরুতে জাতীয় কমিটির পক্ষ থেকে ফুলবাড়ী আন্দোলনে নিহত তরিকুল ইসলাম, আমিন ও সালেকিনের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট