যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সন্ত্রাসী শাহাআলম ওরফে এমপি শাহাআলম ও তার সহযোগীরা বসতবাড়ি ও অটো গ্যারেজে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর থানার বঙ্গশাসন এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাড়ি ও গ্যারেজ মালিক হযরত আলী বাদী হয়ে শাহাআলমকে আসামি করে বন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে হযরত আলী মৃত মোহাম্মদ আলী মিয়ার স্ত্রী হাসেদা বেগমের কাছ থেকে ২ শতাংশ জমি ক্রয় করে ভোগদখলে আছেন। কিন্তু দীর্ঘদিন ধরে হাসেদা বেগমের ছেলে শাহাআলম ওই জমির মালিকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শাহাআলম ও তার সাঙ্গপাঙ্গরা হযরত আলীর টিনসেড বাড়িতে অনধিকার প্রবেশ করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘরের থাই গ্লাস ভেঙে প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি সাধন হয়। পরে তারা অটো গ্যারেজে ভাঙচুর করে এবং জোরপূর্বক তালা ঝুলিয়ে দেয়।
এসময় তারা হুমকি দেয়, চাঁদার টাকা না দিলে হযরত আলীর ৮ বছরের মেয়ে মুবাশিরা আক্তারকে অপহরণ করবে।
ভুক্তভোগী হযরত আলী বলেন, “এই ঘটনায় আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি জরুরি ভিত্তিতে বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলীর হস্তক্ষেপ কামনা করেছেন।