1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

বন্দরে সাড়ে ৫ হাজার লিটার চোরাই ভোজ্য তেলসহ গ্রেপ্তার ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে ৫ হাজার লিটার চোরাই ভোজ্য তেলসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে বন্দর ইউনিয়নের বেজেরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত শাহাদাত হোসেন (৩০) বন্দর ইউনিয়ন ভদ্রাসন এলাকার শফিউদ্দিন শেখের ছেলে ও শামীম (৩২) একই এলাকার আলতাফ হোসেনের ছেলে।

বন্দর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বেজেরগাঁও গ্রামের নাসির উদ্দিনের বাড়ির সামনে একটি গোডাউন ও চায়ের দোকানে চোরাই পামওয়েল কেনাবেচা হচ্ছে। পরে রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে শাহাদাত ও শামীমকে গ্রেপ্তার করা হয়। এসময় অন্য সহযোগীরা পালিয়ে যায়।

অভিযানে একটি লাল, একটি হলুদ ও ২৬টি নীল রঙের ড্রাম জব্দ করা হয়। প্রতিটি ড্রামে ২০০ লিটার করে মোট ৫ হাজার ৬০০ লিটার পামওয়েল পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। এছাড়া দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে চোরচক্রের সাথে যোগসাজশে চোরাই তেল কিনে বিক্রি করে আসছিল।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, এ ঘটনায় পেনাল কোডের ৪১৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট