1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :

সোনারগাঁয়ে বিপুল পরিমান গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার-৬ 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিপুল পরিমান গাঁজা ও ফেনসিডিলসহ ৬ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে র‍্যাব-১১র একটি অভিযানিক দল।

সোমবার সকালে র‍্যাব-১১র প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এর আগে বুধবার রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হতে তাদের গ্রেপ্তার করা হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র‍্যাব-১১র একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে বুধবার আনুমানিক ৮ ঘটিকার সময় সোনারগাঁ উপজেলার সোনাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা ও ১৯৭ বোতল ফেনসিডিলসহ ৬ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজিও জব্দ করা হয়। 

আটককৃত আসামিরা হলোঃ ১।মোঃ জাহাঙ্গীর আলম (২৫), ২।মোঃ তরিকুল ইসলাম (২৮), ৩। মোঃ দুলু মোল্লা (২৮), ৪। মোঃ নাসির (৩৫), ৫। তরিকুল ইসলাম (৩১)ও মোঃ আশিক মিয়া (২৬)।

গ্রেফতারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট