1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি খোরশেদের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বাস মালিক সমিতির সঙ্গে আয়োজিত সভায় বাস ভাড়া বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের সমন্বয়ক ও সদ্য সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

বুধবার (২০ আগস্ট) খোরশেদ এক বার্তায় বলেন, “জ্বালানি মূল্যের স্থিতিশীলতা থাকা সত্ত্বেও বাস ভাড়া অযথা বৃদ্ধি করা হলে নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনযাত্রা বিপর্যস্ত হবে। বিশেষ করে ছাত্র-ছাত্রীরা ও নিম্ন-আয়ের মানুষজন প্রতিনিয়ত পড়াশোনা ও কর্মস্থল পর্যন্ত যাতায়াতের জন্য এই ভ্রমণ পরিসর ব্যবহার করেন। এমন পরিস্থিতিতে তাদের ওপর অর্থনৈতিক চাপ অনেক বেশি বৃদ্ধি পাবে।”

তিনি আরও দাবি করেন, অবিলম্বে বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করা হোক। ভাড়া নির্ধারণ প্রক্রিয়ায় যাত্রীদের অংশগ্রহণ এবং স্বচ্ছতা নিশ্চিত করা উচিত। এছাড়া গণপরিবহনে ভাড়া নির্ধারণের সময় অর্থনৈতিক ক্ষমতা, সামাজিক প্রভাব এবং পরিবহণ খাতের স্ট্যান্ডার্ড বিবেচনায় নেওয়া প্রয়োজন।

খোরশেদ আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে বাস ভাড়ার বর্তমান ন্যায্য ও যুক্তিসংগত সীমা পুনঃপ্রণয়ন করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট