1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসকের উদ্যোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রবাহমান খালসমূহ দখল, ভরাট ও ময়লা-আবর্জনায় নষ্ট হয়ে যাওয়ায় এলাকায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। সাম্প্রতিক টানা বর্ষণে ধীরগতিতে পানি নিষ্কাশন হওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন।

এই পরিস্থিতিতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় উপজেলা পরিষদের উদ্যোগে আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) ২টি শ্যালো পাম্প স্থাপন করা হয়েছে। প্রতিটি পাম্প প্রতি মিনিটে প্রায় ৪ হাজার লিটার পানি নিষ্কাশন করতে সক্ষম, যার ফলে প্রায় ৭০০ পরিবার সরাসরি জলাবদ্ধতা থেকে উপকৃত হবে।

এদিন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সরেজমিনে গোলাকান্দাইল ইউনিয়নের জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং প্রায় দেড় হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার ভোজ্যতেল ও প্রয়োজনীয় মশলা দেওয়া হয়।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, “নারায়ণগঞ্জ জেলার খাল দখল ও দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে কাজ করছে। এ কাজে সকলকে একত্রে এগিয়ে আসতে হবে।”

জলাবদ্ধতা মোকাবিলা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা, গোলাকান্দাইল ও মুড়াপারা ইউনিয়নে ২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

পরে জেলা প্রশাসক গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত নতুন সেমি পাকা ঘর, গোলাকান্দাইল দক্ষিণ ঈদগাহ মাঠের বাউন্ডারি ওয়াল এবং পূর্বগ্রাম বহুমুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি আধুনিক পাঠাগারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এ সময় তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান খান, সরকারি কমিশনার (ভূমি) পূর্বাচল রাজস্ব সার্কেল, সরকারি কমিশনার (ভূমি) রূপগঞ্জ, পানি উন্নয়ন বোর্ড নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী প্রকৌশলী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাকান্দাইল ইউনিয়ন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট