1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

বন্দরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৬

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে অর্থ ঋণ আদালতের মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন ওয়ারেন্টের আরও ৩ পলাতক আসামি ও সন্দেহভাজন দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ ছোটবাগ এলাকার সিদ্দিক মিয়ার ছেলে সাজাপ্রাপ্ত আসামি আওলাদ হোসেন (৪২), একরামপুর পৌরসভার সামেদ বেপারীর ছেলে সিআর মামলার আসামি হোসেন (২৫), একরামপুর ইস্পাহানী ঘাট এলাকার আব্দুল রজ্জব হাওলাদারের ছেলে সিআর মামলার আসামি রানা (৪৩), দড়ি সোনাকান্দা এলাকার মৃত আব্দুল বাতেন মিয়ার ছেলে জিআর মামলার আসামি সুমন (২৮)।

এছাড়া চোর ও ছিনতাইকারী সন্দেহে আটক করা হয় কুড়িপাড়া এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে অমিত হাসান আকাশ (২৫) ও রামনগর এলাকার মনির হোসেন মিয়ার ছেলে জুম্মানকে (২৩)।

বন্দর থানা পুলিশ জানায়, সোমবার (১৮ আগস্ট) রাতে থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত চারজনকে আদালতে প্রেরণ করা হয়। অপর দুইজনকে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট