1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

আড়াইহাজারে ট্রাক চাপায় নিহত-৪: চালক কাসেম গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বেপরোয়া ট্রাকচাপায় নারীসহ চারজন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক কাশেমকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার (১৮ আগস্ট) সকালে নরসিংদীর ঘোড়াশাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার লাউসা গ্রামের আবুল বাশার তার সিএনজি নিয়ে গত ১২ আগস্ট দুপুরে যাত্রীসহ বিশনন্দী ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দেন। বিকাল ৩টার দিকে আড়াইহাজার থানাধীন বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকার রামচন্দ্রদী ব্রীজের ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

এসময় ঘটনাস্থলেই যাত্রী মোছা. পানু বেগম (৪২) ও লিটন চন্দ্র দাস (৩২) নিহত হন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিএনজি চালক আবুল বাশার (৪৫) ও যাত্রী জাকির হোসেন (৫৫) মারা যান। এছাড়া যাত্রী সোহাগী (১৮), রাবেয়া (৫০) ও রিয়া (১০) ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত চালক আবুল বাশারের স্ত্রী ইয়াসমিন আক্তার (৩৯) বাদী হয়ে আড়াইহাজার থানায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন।

এদিকে ঘটনার পরপরই র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ঘটনাস্থল পরিদর্শন করে ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় ঘাতক ট্রাকচালকের পরিচয় শনাক্ত করা হয়। গ্রেফতারকৃত আসামি কাশেম (২৮), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর থানার মৃত আব্দুল খালেকের ছেলে।

পরে র‌্যাব-১১ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল সোমবার সকাল ৭টা ২০ মিনিটে নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট