যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জ চেম্বার শুধু ব্যবসায়ীদের জন্য নয়, সব শ্রেণির মানুষের জন্য কাজ করবে। জনগণ ভালো থাকলেই ব্যবসার পরিবেশ ভালো থাকবে।
তিনি বলেন, “আমরা যানজট নিরসন, উন্নত চিকিৎসাসেবা চালু এবং জলাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।”
রোববার (১৭ আগস্ট) বিকেলে ফতুল্লার আলীগঞ্জ খেলার মাঠে আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে আয়োজিত চতুর্থ নূর মোহাম্মদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফুটবল নিয়ে স্মৃতিচারণ করে দিপু বলেন, “এই নারায়ণগঞ্জ থেকে একসময় অনেক ফুটবলার জাতীয় দলে খেলেছেন। আলীগঞ্জ এমন একটি জায়গা যেখানে শিশুরা প্রাণ দিয়ে খেলতে ভালোবাসে। খেলাধুলা করলে কেউ কখনো খারাপ হবে না, সন্ত্রাস বা অপরাধে জড়াবে না। আলীগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই মাঠ রক্ষা করার জন্য। আশা করছি, এখান থেকে ভবিষ্যতে জাতীয় দলে আরও খেলোয়াড় তৈরি হবে।”
তিনি আরও ঘোষণা দেন, “বিএনপি যদি ক্ষমতায় আসে এবং আমি দায়িত্বে থাকি, তবে এখানে ফ্লাডলাইটের ব্যবস্থা করবো, যাতে রাতেও শিশুরা খেলাধুলা করতে পারে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম প্রমুখ।