যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা ঘরে ঘরে প্রচারের অংশ হিসেবে উঠান বৈঠক করেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সম্পাদক ও নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. দুলাল হোসেন।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে রূপগঞ্জ সদর ইউনিয়নের পূর্বাচল হারারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় হাজারো বাসিন্দার সামনে তিনি ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ও সুফল পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় বিএনপির পুরনো সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিও পরিচালনা করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে বক্তৃতায় দুলাল হোসেন বলেন, “বিএনপি গণতন্ত্র রক্ষার দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বনির্ভরতার স্বপ্ন দেখেছিলেন। তার সুযোগ্য পুত্র তারেক রহমান আধুনিক ও উন্নত রাষ্ট্র গড়তে এবং জনগণের ভোটাধিকারসহ মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন। আওয়ামী লীগের হামলা-মামলা ও অত্যাচার সহ্য করেও আমরা সব কর্মসূচি পালন করেছি। এখনই সময় দেশ গড়ার, আমরা প্রস্তুত।”